প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ১২:৫০ পি.এম
শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পলাশপুর অধিনায়ক
রবিবার (২২ অক্টোবর) বিকেলে খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, পলাশপুর জোন আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকার গোমতি কেন্দ্রীয় কালি ও জগন্নাথ মন্দির পূজামন্ডপ এবং শ্রী শ্রী বেলছড়ি কেন্দ্রীয় শিব মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি, বলেন, দেবী দুর্গার পূজার মাধ্যমে সৌহার্দ্য ছড়িয়ে পড়বে পাহাড়ের প্রতিটি জনপদে। বিভিন্ন পুজা মন্ডপে সমবেত পূজার্থীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, যে কোন ধর্মীয় উৎসবের সাথে সাথে মানুষে-মানুষে দেখাদেখি হবার একটি পরিবেশ তৈরি হয়। সমাজে সৌভাতৃত্ব আর সহমর্মিতা ছড়িয়ে দিতে শারদীয় দুর্গাপূজার অবদান অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।
এসময় খেদাছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন এবং পূজা মন্ডপসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পলাশপুর জোন কমান্ডারের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত