সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ি প্রতিনিধি
রাজবাড়ী জেলার সদর থানা এলাকা থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ(গুলি) সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-১০।
রবিবার ২২শে অক্টোবর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, ২১শে অক্টোবর বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর সদর উপজেলার দর্পনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী "মোঃ ইমরান হোসাইন (৩২)'"কে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত ইমরান হোসাইন এর নিকট হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার সিকিপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের নিকট অস্ত্র সরবরাহ করে আসছিল। পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত