খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১১৫২ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকআপ জব্দ করা হয়।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা বাজারে পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী আইয়ুব আলী (৩৫)
কক্সবাজারের চকরিয়ার প্রহর চান্দার (আইয়ুবের বাড়ি) বাসিন্দা সুলতান মাহমুদের ছেলে। সে খাগড়াছড়ির দীঘিনালার থানা বাজারের জসিমের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ সুত্রে জানা যায়, দুর্গাপুজা উপলক্ষে পুলিশের ব্যস্ততার ফাঁকে সড়ক পথে পিকআপে করে চোলাই মদ চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গা বাজারে পুলিশ বক্সের সামনে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টীম। এসময় পিকআপে তল্লাশী চালিয়ে নীল রঙয়ের ড্রাম ভর্তি ১১৫২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় চোলাইমদ পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকআপ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাদক কারবারিদের কঠোর কস্তা দমন করা হরে হবে। মাদক কারবীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত