ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা জামে মসজিদে ফিলিস্তিনের মজলুম স্বাধীনতাকামী মানুষের জন্য শতাধিক কোরআনে হাফেজের ও ওলামেকেরাম সহ দোয়া ও মোনাজাতে অংশ নেন ও মহান সৃষ্টিকর্তার দরবারে চোখের পানি ফেলেন।
ইসরাইলের বর্বরোচিত হামলায় মরছে মানুষ, ভূলুণ্ঠিত হচ্ছে মানবতা। বর্বরতা আর নগ্নতার সীমা ছাড়িয়ে দখলদার ইসরাইল হামলা করছে হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়ে। নির্বিচারে মেরে ফেলা হচ্ছে নিষ্পাপ শিশুসহ নিরাপদ মুক্তিকামী মানুষকে।
ইসরাইলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মানুষের জন্য চোখের পানি ফেলেন মুসল্লিরা। হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের শান্তিকামী মানুষের জন্য শূন্যে দুই হাত তুলে দোয়া করেন মহান রবের দরবারে। ধ্বংশলীলার পরিবর্তে সৃষ্টিকর্তা যেন শান্তি প্রতিষ্ঠা করেন সেই প্রার্থনা করেন তারা।
মুসল্লিরা জানান, ইসরাইলের বর্বরতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দুধের শিশুও এ থেকে রক্ষা পাচ্ছে না।
এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।