নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সোনাদিয়া মানিক বাজারে এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের দিকে সোনাদিয়া মানিক বাজার মা বাবা বস্ত বিতানে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ আশিকুল ইসলাম সোহেল এ প্রতিনিধিকে জানান,চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে নগদ ৮৮ হাজার টাকা এবং শাড়ি, লুঙ্গি কাপড় ও জুতাসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়।
মানিক বাজার বনিক কল্যান কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাসেল উদ্দিন বলেন, বাজারে চুরির ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি । চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।এর আগেও মানিক বাজারে কয়েক বার কয়েকটি দোকান চুরি হয়েছে।
এ ব্যাপারে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিসান আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ কাজ করছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত