ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-
বাঘাইছড়িতে স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন, উপলক্ষে গতকাল চিত্রাংকন, রচনা ও শেখ রাসেল সম্পর্কিত বক্তব্য কবিতা প্রতিযোগীতা সহ আজ উপজেলা সদরে রেলী প্রদর্শন শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দূল কাইয়ুম , বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাগরিকা চাকমা,সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, থানা অফিসার’স ইনচার্জ ইশতেহাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ ও কাচালং উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা এ্যডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শিশু বক্তা নাবিউন সরকার ও নুরসাত জাহান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার, উপস্হিত বিশেষ অতিথিরা ।
সভায় বক্তারা সকলে শেখ রাসেল দিবস পালনের প্রতিপাদ্যে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ সম্পর্কিত এবং
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ও ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।