সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন অবস্থিত বরাট একতা ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪ টায় বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাবের নিজস্ব মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পাবনা জেলার নতুন পাড়া ফুটবল একাদশ ৩-২ গোলে নারায়ণগঞ্জ জেলার মেরিনার্স ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী শনিবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় ক্লাবের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ, খেলার প্রথম গোলদাতা, সেরা গোল রক্ষক এবং উদীয়মান খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দিতে এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের মুন্সী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. আলমগীর হোসেন, বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. রাজন সরদার, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সদস্য আরিফুল ইসলাম নারু প্রমুখ।
টুর্নামেন্ট সম্পর্কে খেলা পরিচালনা কমিটির আহবায়ক মো. রাজন সরদার বলেন, টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল খেলায় সকল খেলাপ্রিয় মানুষদের বরাট একতা ক্লাবের পক্ষ হতে আমন্ত্রণ রইল।