আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
বাংলাদেশ স্কাউট খাগড়াছড়ি জেলা রোভারের বার্ষিক হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণে মানিকছড়ি ডিসি পার্কে দিনব্যাপি স্কাউট রোভার দলের কর্ম ব্যস্ততা ও সমাপনী অনুষ্ঠান।
খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটের উদ্যোগে বার্ষিক হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ উপলক্ষে ১৭ অক্টোবর সকালে মানিকছড়ি মংরাজ বাড়ি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা স্কাউট রোভার দলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনের স্বাগত বক্তব্যে স্কাউট রোভার দলের বার্ষিক হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানিকছড়ি মং রাজবাড়ী মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি কুমার সুইচিং প্রু। উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার শাহীনা নাছরিন। অতিথি ছিলেন, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শাহ ই আলম, শরীরচর্চা প্রভাষক মো. মনির হোসেন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,মানিকছড়ি এগ্রো ফার্মের ম্যানাজার বাদল বরণ সেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. ইমন প্রমূখ।
স্কাউট রোভার দলের সদস্যদের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিরা বার্ষিক হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণ উদ্বোধন করেন।
উদ্বোধনের পর জেলার ৯ উপজেলার ১২০জন স্কাউট রোভার দলের সদস্যরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে ৭কিলোমিটার রাস্তা হাইকিং করে ডিসি পার্কে গুপ্তধন সন্ধানের মধ্য দিয়ে সমবেত হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ পর্বে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি মংরাজ বাড়ি মুক্ত রোভার গ্রপের সভাপতি কুমার সুইচিং প্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ নো. নাজিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, খাগড়াছড়ি জেলা স্কাউট রোভার দলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও মানিকছড়ি মংরাজ বাড়ি মুক্ত রোভার গ্রুপ সদস্য মো.সামায়উন ফরাজী সামুসহ সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত