আল আমিন রনি::
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি-রামগঢ় সড়কের এগার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে অন্তত ৩০ জন যাত্রী। দুর্ঘটনায় আহত যাত্রীরা জানায়, সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে শান্তিপরিবহনের যাত্রীবাহী বাসটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে খাগড়াছড়ি-রামগড় সড়কের এগার মাইল এলাকা অতিক্রম করার সময় মোড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। এসময় বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহত হয় বাসের সকল যাত্রী।
খবর পেয়ে তাৎক্ষনিক রামগড় থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় যাত্রীদেরকে গুইমারা বিজিবি হাসপাতাল, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় উদ্ধারকারীরা।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান পার্বত্য কন্ঠ কে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য শান্তি পরিবহনের বাসটি রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত