আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতার নতুন কার্ড হস্তান্তর ও বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৬ অক্টোবর) দূরের ইউনিয়ন পরিষদ চত্বরে ৭৮ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতার নতুন কার্ড হস্তান্তর ও বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা মোঃ সোলায়মান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ইউপি সচিব মোঃ ফয়সাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুছ ভুট্টু, ইউপি সদস্য মোঃ মতিন ফকির, মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, মোহ সোহরাব আলী প্রাং, মোঃ মাসুম আকন্দ, মোঃ জোসেফ শিকদার, মহিলা ইউপি সদস্য, মোছাঃ ময়না বেগম ও মোছাঃ পিয়ারা বেগম প্রমূখ।
কার্ড বিতরণ কালে মীর্জা সোলায়মান হোসেন বলেন, শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর এবং প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। তিনি আরো বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের কার্ড বিতরণে একদম স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক কার্যক্রম করেছি তারই ধারাবাহিকতায় আজকে উন্মুক্ত ভাবে ভাতা ভোগী মাঝে কার্ড বিতরণ করলাম।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত