আল আমিন রনি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লিটার চোলাই মদ সহ ১ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, ১৪ অক্টোবর (শনিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সেলিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্সের মাধ্যমে একটি বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গুইমারা থানাধীন ১ নং গুইমারা সদর ইউনিয়নের আম বাগান এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের যাত্রীবাহী একটি বাস গাড়ী তল্লাশী করলে সন্তোষ দাশ এর ছেলে সুমন দাশ(৪২) কে ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত ২০টি স্যালাইনের প্যাকেট ভর্তি ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুমন দাশের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বইলছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের পূর্ব বইলছড়ি গ্রামে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর বলেন, উক্ত বিষয়ে গুইমারা থানার একটি মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত