আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
নতুন কারিকুলাম অবহিতকরণ ও শিক্ষার গুনগত মানোন্নয়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন মাধ্যমিক শিক্ষা অফিস।
১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনার আক্তারের পরিচালনায় ও শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. সফর আলী, মো. নাইমুল হক, মো. শহীদুল ইসলাম মোহন, বিপ্লব চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম, সুপার মাওলানা মো. সাইফুদ্দিন, মো. সাজেদুল্লাহ প্রমূখ।
সভায় শিক্ষকেরা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে দ্রুত সময়ে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
এছাড়া অনগ্রসর জনপদে শিক্ষার্থীদের মানোন্নয়নে ক্লাসরুমে ডিজিটাল করাও আবশ্যক।
প্রধান অতিথি এস এম মোসলেম উদ্দিন বলেন, শিক্ষক নির্দেশিকা, প্রশিক্ষণ, প্রচেষ্ঠা, চর্চা এবং আন্তরিকতার মাধ্যমে নতুন শিক্ষা কারিকুলামকে আয়ত্ত করতে হবে। প্রথমে তা কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে নতুন এই শিক্ষা কারিকুলাম বিশ্বমানের শিক্ষা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত