• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ“ চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলার ঘটনা পরিদর্শন বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মায়ের ইচ্ছেপূরণে চিকিৎসক হতে চান মানিকছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হাসপ্রিয়া আক্তার হাসনা আগস্ট বিপ্লব: প্রবাসীদের প্রত্যাশা বিষয়ক সেমিনার বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান জিপিএ ৫ পেয়েছে ৫০ জনই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোল্লাহাটে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক টাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রবারণা বাজার রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের বৃক্ষ রোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড

লংগদুতে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ২২৮ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু মাইনীমূখ বাজারে তৌহিদি জনতার উদ্যোগে ইজরায়েলের সন্ত্রাসী বাহিনীর হামলায় ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পরে মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনের থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

এসময় মাওলানা নুর নবী সঞ্চালনায় এবং গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম,
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ সোহেল আহমেদ, মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সা,দুর রশিদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।

শেষে ফিলিস্তিনের নিরীহ মুসলিমসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ