• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

এফ এম সিফাত হাসান, শেরপুর: / ১২২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

এফ এম সিফাত হাসান, জেলা প্রতিনিধি,শেরপুরঃ

১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সভায় শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

ওইসময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে উল্লেখ করে তিনি ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এনএসআইয়ের উপপরিচালক গোলাম কিবরিয়া, জেলা খামারবাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন, ব্যবসায়ী নেতা অরুণ কুমার সরকার, কাঁচামাল ব্যবসায়ী নেতা জুলফিকার আলী প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ