ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন এলাকায় শারদীয় দূর্গাপূজা উৎস ২০২৩ইং উপলক্ষে দুইটি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেছে ৬-ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
রোজ মঙ্গলবার সকাল (১০ ঘঠিকায়) পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ শুভেচ্ছা উপহার প্রধান করেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৌহিদুর রহমান, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, অধিনায়ক ৬-ইষ্ট বেঙ্গল।
এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি-জনাব শুভ চৌধুরী নিকট ১০ হাজার টাকা এবং মাসালং এলাকায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি- জনাব শ্রী পূর্নধর ত্রিপুরার নিকট ১০ হাজার টাকা, সর্বমোট ২০ হাজার টাকা উপহার স্বরূপ প্রদান করেন।
নগদ অর্থ শুভেচ্ছা উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন,শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটিগন।