কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ ছিলেন ১০ জন। অন্যরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের ১০ জন রয়েছেন। অন্যরা পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন। ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের করোনা পিসিয়ার ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করে ১৮০টি পজিটিভ এসেছে। এরমধ্যে ফরিদপুর জেলার রোগীদের নমুনা ছিলো ৩৫৬টি। যার মধ্যে পজিটিভ এসেছে ১৬৮ টি। নমুনা সনাক্তের হার ৪৭ দশমিক ১৯ ভাগ। এরমধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৩০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফরিদপুরের কোভিড ডেডিকেটেড হাসপাতালের শনিবার পর্যন্ত ভর্তি আছেন ৩৭৫ জন রোগী। এই হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন রোগী। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার চারশ’ ৫৬জন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত