ঢাকা সেন্ড গ্যালারিস কলেজ ভর্তির সুযোগ পেলেও আর্থিক সঙ্কটে পাঠ্যবই কিনতে পারছিলনা খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেধাবী শিক্ষার্থী মো. মুহেব্বুল্ল্যাহ নূরী। বিষয়টি জানার পর ওই মেধাবী শিক্ষার্থীকে পাঠ্যবই প্রদান করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী মো. মুহেব্বুল্ল্যাহ নূরীর হাতে একাদশ শ্রেণীর পাঠ্যবই তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।
মো. মুহেব্বুল্ল্যাহ নূরী মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টার পাড়ার বাসিন্দা মো.হেদায়েত উল্ল্যাহ নুরী’র ছেলে।
মো. মুহেব্বুল্ল্যাহ নূরী চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো. মুহেব্বুল্ল্যাহ নূরী, ভর্তি হওয়ার সযোগ পেলেও পারিবারিক আর্থিক দৈন্যতায় লেখাপড়া যখন বন্ধ হওয়ার উপক্রম তখন ইউএনও স্যার আমার পাশে দাড়িয়েছেন। আমি সারাজীবন স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো।
কোন মেধাবী শিক্ষার অধিকার বঞ্চিত থাকবেনা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। মেধাবীরা আমাদের দেশের সম্পদ। এদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে দায়িত্ব নিতে হবে।