আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় কলেজে ভর্তি নিশ্চিত করতে সারথি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)রক্তিম চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার উপজেলার দরিদ্র পরিবারে আর্থিক অস্বচ্ছলতায় ১৪জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে সারথি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরী। এর আগেও গত এক বছরে অন্তত ৫০জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইউএনও'র সহযোগিতা পেয়েছেন! ইউএনও'র সহযোগিতায় একাদশ শ্রেণীতে ভর্তি হতে পেরে পাখি ত্রিপুরা জানান, আমি দরিদ্র বাবা-মায়ের সন্তান! টাকার অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হওয়ার পথে ছিলাম। হঠাৎ করে ত্রিপুরা সংগঠনের সহযোগিতায় ইউএনও মহোদয়ের শরণাপন্ন হয়ে আমার ভাগ্য খুলে গেল!
মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ ত্রিপুরা স্টুডেন্ট শাখার সভাপতি বিপুল কুমার ত্রিপুরা জানান, টাকার অভাবে এসএসসি পাস করা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কলেজে ভর্তি অনিশ্চিত হওয়ার খবরে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী মহোদয় ৫অক্টোবর ১৪জন শিক্ষার্থীকে কলেজে ভর্তির যাবতীয় অর্থ সহায়তা দিয়ে বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রক্তিম চৌধুরী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় ভর্তি অনিশ্চিত এটা একজন মানবিক ও সচেতন ব্যক্তি হিসেবে মেনে নিতে কষ্ট হয়!তাই সাধ্য অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সারথি হতে চেষ্টার অংশ হিসেবে আজও ১৪জনের কলেজ ভর্তি নিশ্চিত করেছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত