উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি স্বত্বেও কোন ভাবেই যেন থামানো যাচ্ছে না কাপ্তাইয়ে করোনা সংক্রমনকে।এ যেন বাঁধ ভাঙ্গা নদীর স্রোত।
কাপ্তাইয়ে আরোও ৮ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৮ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব ধরা পড়ে।
আক্রান্তরা উপজেলা সদর বড়ইছড়ি, চন্দ্রঘোনা মিশন এলাকা, কেপিএম এলাকা এবং কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। করোনা পজেটিভ আক্রান্তদের মধ্যে ২ জন সেনাসদস্য রয়েছে বলে জানা গেছে।
গত কয়েকদিন এর ব্যবধানে কাপ্তাইয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। ফলে জনগণকে সচেতন করতে প্রতিদিন উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত