সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৭৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন। এসব শাড়ির বাজার মূল্য ৩ লক্ষ ৯১ হাজার ৫ শত টাকা।
রোববার (১ অক্টোবর ) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় শাড়ী প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে
সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে কোন ধরনের ভারতীয় পণ্য প্রবেশ করতে দেয়া হবেনা। চোরাকারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত