• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

তিন পার্বত্য জেলা ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)  / ১৫১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) 

৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় পিসিএনপি’র কেন্দ্রীয় অফিস চট্টগ্রামে। পিসিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি’র মহাসচিব মোঃ আলমগীর কবির, ছাত্র পরিষদের মনিটরিং কমিটির আহবায়ক ও পিসিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, পিসিএনপি’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ আমিন, উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি হাবীব আজম, খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, বান্দরবান জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ হাবিব আল মাহমুদ, ঢাবি অধিভুক্ত সাত কলেজের সভাপতি রাসেল মাহমুদ, কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, কেন্দ্রীয় নেতা নাজমুল প্রমূখ।

আলোচনা সভার শেষে রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদকে রেখে তিন পার্বত্য জেলার পিসিসিপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও পিসিসিপি কেন্দ্রীয় সম্মেলন আগামী অক্টোবর এর একুশ তারিখে বাস্তবায়ন করার জন্য মো: আসাদুল্লাহ কে আহ্বায়ক ও মো: হাবীব আজমকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজি মজিব বলেন,
খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবান জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম যেন অপরূপ নৈসর্গের এক লীলাভূমি। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এখানে ১৩টি উপজাতি গোষ্ঠী এবং বাঙালিদের বসবাস। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থানের মাঝে ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে উপজাতি-বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত একশ্রেণীর স্বার্থান্বেষী মহল।

পাহাড়ে বেশ কয়েকটি উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠন নিয়মিতভাবে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, লুটতরাজসহ নানান অপকর্ম করে যাচ্ছে। এমনকি তারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ছাত্র পরিষদকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন কাজী মজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ