এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক সুনিয়া দাস, আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুন্নি আক্তার আশা প্রমুখ।
বক্তারা নারী-পুরুষের সমতা নিয়ে সভায় আলোচনা করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।