এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধিঃ
৩০ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জংগলদী দশআনি বাজার সংলগ্ন আশরাফুল আলমের (কালু) নবনির্মিত ভবনের ছাদে বিদ্যুতায়িত হয়ে মো. হাবিব মিয়া (১৪) এক মাদরাসাছাত্রের কবজি বিচ্ছিন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. হাবিব মিয়া জংগলদী দশআনী বাজার এলাকার মো. তমছের আলীর ছেলে। তিনি শনিবার সকালে মোবাইল ফোন নিয়ে পার্শ্ববর্তী আশরাফুল আলমের (কালু) নবনির্মিত ভবনের ছাদে মোবাইল ফোনে গেমস খেলতে যায়।
ওইসময় ছাদের ওপরে থাকা বৈদ্যুতিক মেইন লাইনে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে তারের সঙ্গে আটকে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।