নাইক্ষ্যংছড়ি দারুচ্ছুন্নাহ মহিলা মাদরাসা ও এতিমখানা উদ্যোগে সদর উপজেলার ৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সীরাতুন্নবী (স:) উপলক্ষ্যে নির্ধারিত বিষয়ে রচনা লিখন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ সংলগ্ন দারুচ্ছুন্নাহ মহিলা মাদরাসা ও এতিমখানা উদ্যোগে সীরাতুন্নবী (সা:) প্রতিযোগিতা ২০২০ইং বালিকা মাদ্রাসার মিলনায়তনে নির্ধারিত বিষয় হযরত মোহাম্মদ (স:) এর জীবনীর রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার নাইক্ষ্যংছড়ি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মদিনাতুল উলুম মাদরাসা, এস, এ সরকারী উচ্চ বিদ্যালয়, ওয়ামী একাডেমি, মারকাজুল দারুচ্ছুন্নাহ বালিকা মাদরাসা ও এতিখানা শিক্ষার্থীরা সীরাতুন্নবী (স:) নির্ধারিত বিষয়ে রচনা লিখন প্রিতিযোগিতায়
স্কুল, মাদরাসা ও কলেজ সমমান প্রতিযোগিতায় প্রাপ্ত ২০ নাম্বারে লিখিত পরীক্ষায় পৃথক তিনটি গ্রুপে মধ্যে ‘ক’ ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি শিক্ষার্থীর জন্য ৪শ শব্দ 'খ' ৯ম থেকে ১০ম শ্রেণি শিক্ষার্থীর জন্য ৫শ শব্দ এবং কলেজ পর্যায়ে একাদশ থেকে দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীর জন্য ৭শ শব্দে রচনা লিখন নির্ধারন ছিল। এ ৬ প্রতিষ্ঠানের ১০৫ শিক্ষার্থী আবেদনকারীর মধ্যে ৯০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বিষয়বস্তু ছিল “হযরত মুহাম্মদ (স.) এর জীবনী।
এসময় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে হল পরির্দক হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগ সাবেক দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল্ মারকাজুল দারুচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন ফারুকী, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মহিবুল্লাহ রাজিব, নাইক্ষ্যংছড়ি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এম সালাম প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত