আলী আজীম, মোংলা (বাগেরহাট):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্ৰী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে মোংলা উপজেলা একাদশ বনাম শরণখোলা একাডেমীর এক বর্ণাঢ্য প্রিতী ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মোঃ ওয়াসিম আরমান, সাব্বির শিকারী ও কাজী মোয়াজ্জেম হোসেন রানার আয়োজনে প্রিতী ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।
খেলায় মোংলা উপজেলা একাদশ কে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে শরণখোলা একাডেমী বিজয়ী হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে বাগেরহাট জেলা পরিষদের সদস্য শিকদার আব্দুল জলিল, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, জি এম আল আমিনসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ক্রিড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।