ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাঙ্গামাটি বাঘাইছড়ি তে ঈদে মিলাদুন্নবির ঐতিহাসিক পবিত্র জশনে জুলুছ উপলক্ষে জশনে জুলুছ বর্ণাঢ্য র্যালি বটতলী দরবার শরীফ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বর সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর(মা.জি.আ),
এসময় কালিমা খচিত বিভিন্ন রংবেরঙের পতাকা নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন,বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির সভাপতি হাজী আবদুল শুক্কুর মিয়া,কাচালং দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোজাম্মেল হক নুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা আনোয়ার হোসেন,হাফেজ মোঃহেলাল সহ আরো অনেকেই।
এতে স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারীর,
প্রধান অতিথি মোঃ জমির হোসনে মেয়র বাঘাইছড়ি পৌরসভা,
বিশেষ অতিথি, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ নঈমী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নুরী, উগলছড়ি জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুর রহমান,আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বটতলী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পার্বত্য অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক সুফি সাধক,সফল ইসলাম প্রচারক,রহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হযরতুহাজ আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ শাহ (রহ.)প্রকাশ মারিশ্যা বড় হুজুর কেবলার মাজার শরীফে মিলাদ মাহফিল ও দেশ ও জাতীর কল্যাণে আখেরী দোয়ার মাধ্যমে জুলুসের সমাপ্তি হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত