মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি
বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলীতর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলার রামশিরার আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ জশনে জুলুসের আয়োজন করে।
বুধবার (২৭ অক্টোবর) সকালের দিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হোসেন এর রামশিরা মাস্টার পাড়া থেকে বিশাল বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুস শোভাযাত্র শুরু হয়ে রামশিরা বড়নাল এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মাস্টার পাড়ায় এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে মাস্টার পাড়ার আশেকে রাসূল শাহ সূফি ডা: মোহাম্মদ আলী হোসাইন এর বাড়িতে হাজারো আশেকে রাসূলদের নিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আহালে সুন্নাত ওয়াও জামায়াত মাটিরাঙ্গা উপজেলা সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, শাহ সূফি ডা: মোহাম্মদ আলী হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে বলেন, একমাত্র নবী (সা:) এর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলার সাবেক সভাপতি মুফতি মাওলানা মো: আবু বক্কর সিদ্দিক জালালী, কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি মো: কুদ্দুস, মো: সেলিম, শাহ কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মোস্তফা, মাওলানা শাখাওয়াত হোসেন সহ মাটিরাঙ্গা উপজেলার আশেকে রাসূলগন উপস্থিত ছিলেন।
জশনে জুলুস ও মিলাদ মাহফিল শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত