আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম মডেল কলেজের বিরুদ্ধে অপপ্রচার, শিক্ষক ও কর্মচারীদের হয়রানি বন্ধ, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান ও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবিতে ২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কলেজ মাঠে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষক, কর্মচারীরা। এতে একাত্ত্বতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে অপপ্রচার বেতন ভাতা বন্ধ ও তাদেরকে নানাভাবে হয়রানির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটন।
এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রীমহল কলেজের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এছাড়াও ওই কুচক্রীমহল কলেজের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা সৃষ্টি করায় ১৬ মাস ধরে কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন এবং বেতন ভাতা না পেয়ে বিনা চিকিৎসায় এক কর্মচারী মারাও গেছেন। মানবিক দিক বিবেচনা করে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান কলেজ অধ্যক্ষ। তিনি আরো বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু কলেজের শিক্ষক কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে ২০০১ সালে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর বশির আহম্মেদের স্ত্রী খোদেজা বেগম লিনা বিভিন্ন অজুহাতে কলেজ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ পর্যন্ত প্রায় ২০টি মামলা হয়েছে। কিন্তু সবগুলো মামলার রায় কলেজের পক্ষে এসেছে।
অন্যদিকে, সম্প্রতি লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে প্রতিষ্ঠাতার পরিবার কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে মামলা কিংবা অন্যভাবে হয়রানিমূলক পদক্ষেপ না নেয়ার অঙ্গীকার করলেও তা পরে আর কার্যকর হয়নি। যিনি কলেজটি প্রতিষ্ঠা করেছেন তার পরিবারের লোকজন কলেজের জায়গা বিক্রির পায়তারা করছেন এখন। ফলে বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষা বোর্ডের কতিপয় ব্যাক্তিদের যোগসাজসে আমাদের বেতন ভাতা বন্ধ রেখেছে। তারা এমপিওভুক্ত এই কলেজটিকে ব্রাড নামে স্বঘোষিত একটি এনজিওর মাধ্যমে পরিচালনা করে এটিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটন কলেজটিকে বাঁচিয়ে রাখতে এবং শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক সালমা জাহান চৌধুরী, মোঃ আবদুল আউয়াল সিদ্দিকী, মরিয়ম বেগম, সিনিয়র প্রভাষক ওমর খসরু, লিয়াকত আলী, মোহাম্মদ মাঈনুদ্দিন ভুঁইয়া, শরীর চর্চা শিক্ষক আবু বকর সিদ্দিক মজুমদার, প্রভাষক বাহারুল আলম, বি.এম আসফাকুজ্জামান, জাহাঙ্গীর আলম, গোলাম মোর্শেদ, মমতাজ বেগম, সফিকুর রহমানসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত