মোঃ সুমন রাজস্থলী (রাঙ্গামাটি )
গেল কয়েকদিন আগে স্থানীয় পত্রিকা ও জাতীয় দৈনিক পত্রিকায় বাঙ্গাহালিয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা মাছ বিক্রি নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়েচড়ে বসে বাঙ্গলহালিয়া বাজার পরিচালনা মালিক সমিতি। এরপরই মাছের বাজারে তোড়জোড় শুরু হয়। সংবাদে প্রকাশের পরপরই বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি সাথে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের এক বৈঠক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাঙ্গাহালিয়া বাজারের বৈঠক সভায় উপস্থিত ছিলেন বাজার মালিক সমিতি সভাপতি পুলক চৌধুরী ও সাধারণ সম্পাদক অরুন সেন ও অন্যান্য সদস্যরা।
বৈঠকে উঠে আসে বাজারের পঁচা মাছ বিক্রি বিষয়ে। এসময় চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা মাছ বিক্রেতা ও বাঙ্গালহালিয়া বাজারের স্থায়ী মাছ ব্যবসায়ীদের সঠিকভাবে মাছ বিক্রি ও ক্রেতাদের চাহিদা পুরণের লক্ষ্যে আগামীতে, দিনের মাছ দিনে বিক্রি করে শেষ করার হুশিয়ারী দেন বাজার কমিটি। তাছাড়া হাজার মানুষের একমাত্র ভরসা বাঙ্গালহালিয়া বাজার।
ঐতিহ্যবাহী এই সম্প্রীতি বাজারের সুনাম অর্জন ধরে রাখতে সঠিক ভাবে বাজারজাত করণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত