মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পৌর এলাকা সুবর্নসাড়া নিসিবাড়ী গ্রামে পাষন্ড বাবার হাতে দুই বছরের শিশু ছেলে নিহত হয়েছে। এঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় মঙ্গলবার সকালে ২৬ শে সেপ্টেম্বর হযরত আলী তার নিজ বাড়ীতে তাঁত ফ্যাক্টরীতে সকাল ৯টার দিকে গলায় রশি লাগিয়ে তার ছেলেকে ঝুলিয়ে মেরে ফেলেছে। এঘটনা জানাজানি হলে হযরত আলী ও তার বাবা- মা সহ সবাই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, হযরত আলী ঐ গ্রামের হাজী আব্দুল আওয়াল মুন্সির ছেলে বলে জানা যায়।
মৃত জুনাইদ এর মা লিপি খাতুন জানান, দীর্ঘদিন ধরে আমার স্বামী আমাকে রাখবেনা বলে আমার সাথে দুরব্যবহার করে আসছে, কিছু দিন আগে আমার শ্বশুর শ্বাশুড়ি তার ছেলে হযরত আলী কে বলে দিয়েছে তোর ছেলেকে মেরে ফেলে দে তাহলে বউ একাই চলে যাবে। আর আজ সকালে আমার কাছে থেকে জুনাইদকে কোলে নিয়ে তাঁত ফ্যাক্টরীতে গলায় রশি বেধে ঝুলিয়ে মেরে ফেলেছে। আমার ছেলেকে ঘরে বাহিরে পানিতে সবখানেই খোজাখুজি করে না পেয়ে তাঁত ফ্যাক্টরিতে গিয়ে দেখি আমার ছেলে ঝুলিয়ে আছে আর ওর বাবা ওর কাছেই দাড়িয়ে আছে, এটা দেখে আমি চিৎকার দিলে এলাকাবাসী তাৎক্ষণিক এগেয়ে আসে তারপর আমার স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মৃত জুনাইদ এর মামা ছানোয়ার হোসেন জানান, হযরত আলী ও তার বাবা মা সবাই মিলে পরিকল্পিত ভাবে আমার ভাগিনাকে মেরে ফেলেছে। এই অমানবিক হত্যার উপযুক্ত বিচার দাবি করছি।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, বাবার হাতে ছেলে খুন মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি মৃত জুনাইদ এর গলায় রশির দাগ রয়েছে প্রাথমিক ভাবে জানা যায় তাকে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে, এঘটনায় তার বাবা হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে, আর সে স্বীকার উক্তি দিয়েছে তার ছেলেকে সে নিজেই মেরে ফেলেছে বলে জানান তিনি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।