কৃষিবিদ লুৎফর রহমান বলেছেন, কৃষিবান্ধব বর্তমান সরকার নানান প্রকল্প বাস্তবায়ন করে কৃষকদের স্বনির্ভর করতে কাজ করছে। সরকারের সহযোগিতায় কৃষকরা বিভিন্ন প্রকল্পের আওতায় সুযোগ গ্রহন করে কৃষি এখন এখন একটি লাভজনক অবস্থানে রয়েছে। যার ধারাবাহিতা অব্যাহত রাখতে কৃষকদের উদ্যোক্তা হয়ে কৃষিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে।
তিনি আজ বিকালে পটিয়া কৃষি অফিস আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পটিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কল্পনা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার জুলফিকার আলী, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার উত্তম কুমার মজুমদার, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শামসুল আলম, রুপন দে, মোঃ ইকবাল প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পের নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়।