সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি
রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ফেরীতে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে দুই জুয়ারীকে আটক করেছে নৌপুলিশ। এর আগে বেশকিছু জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় এ নিয়ে সংবাদ প্রচারিত হলে নড়েচড়ে বসে নৌপুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার ২৫শে সেপ্টেম্বর বিকালে দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিরার দিবাগত রাতে এস আই মোঃ ফরিদ উদ্দিন, এএসআই মোঃ বদরুল ইসলাম ও পুলিশ কনেষ্টবল মোঃ আবু বকর, সোহেল রানা, মোঃ ইলিয়াস হোসেন,এবং সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে পদ্মা নদীর ১নং ফেরী ঘাট সংলগ্ন ছোট একটি পরিত্যাক্ত ঘর হতে জুয়া খেলা অবস্থায় মৃত্যু উকিল মোল্লার ছেলে মোঃ হাবু মোল্লা (৪০) ও মৃত নবু খারঁ ছেলে নুরু খাঁ (৪৩) কে আটক করে নৌপুলিশ। তারা দুইজন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের ২নং ফেরীঘাটের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ৩০টি তাশ ও ৬৭০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনার তাদের সাথে থাকা আরও বেশ কয়েকজন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়। পরে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়ার আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা দায়ের করে আসামী ২ জনকে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়েছে।