আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে চারটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হচ্ছে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বরইগাঁও, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর, কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর।
রবিবার দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বরইগাঁও গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহায়তায় শিশু ও যুব ফোরাম এবং ভিডিসি ও পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়ন কমিটির বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চারটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করেন বাকই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আউয়াল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, অশেষ রেমা, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, ইউপি সদস্য মানিক দেওয়ান, সামিমা আক্তার প্রমূখ।
পরিবেশ বান্ধব ওই চারটি গ্রামে শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যশর্ষ্য, সবজি, পাখির বাসা, বন্ধু চুলা, জৈবসার এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বান্ধব গ্রামে রূপান্তরিত করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও জানান, লাকসাম উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে আরো কিছু গ্রামকে পরিবেশ বান্ধব গ্রামে রূপান্তরিত করার কাজ অব্যাহত রয়েছে।