মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
লংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লেকের পানিতে নিখোঁজ ছামাদুলের লাশ ১০ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
২৪সেপ্টেম্বর ভোর ৫.০০টায় ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন এর নেতৃত্বে, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল ও স্থানীয় জেলে আলী আরশাদ এর সাহসী ভুমিকায় নিখোঁজ ছামাদুলকে উদ্ধার করা হয়। স্থানীয় জেলে আলী আরশাদ এর সাহসী ভূমিকার জন্য ৩৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক তাকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দেন। এবং মাইনীমূখ ইউপি চেয়ারম্যানের মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে সম্মাননা স্মারক দেয়ার ও ঘোষণা দেন।
এছাড়াও গুরতর আহত মামুনের চিকিৎসা সংক্রান্ত বিষয় সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদদীন।
উল্লেখ্য যে গতকাল শনিবার সন্ধ্যায় মাইনীমূখ-ব্রিজের পাশে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে ২জন আহত এবং একজন পানিতে পড়ে নিখোঁজ অবস্থায় ছিল।