আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের আগস্ট-২৩ মাসের কার্যক্রমের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ট সার্কেল,শ্রেষ্ট অফিসার ইনচার্জ ও শ্রেষ্ট ওসি তদন্ত নির্বাচিত হয়েছেন মানিকছড়ি থানার পুলিশের তিন শীর্ষ কর্মকর্তা। এরা হলেন, মানিকছড়ি সার্কেল এ.কে এম কামরুজ্জামান,পরিদর্শক(ও.সি) মো. আনচারুল করিম ও শ্রেষ্ট তদন্ত পরিদর্শক মো. আজগর হোসেন।
২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মাসের আইনশৃঙ্খলা বিষয়ক সার্বিক কার্যক্রমের ওপর অভিন্ন মানদন্ডে শ্রেষ্টত্ব অর্জন করায় মানিকছড়ি থানার শীর্ষ তিন অফিসারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) ।
এরা হলেন, সার্কেল এ.কে এম কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ও শ্রেষ্ট তদন্ত পরিদর্শক মো. আজগর হোসেন। ও.সি মো. আনচারুল করিম তাকেসহ থানার তিন শীর্ষ কর্মকর্তাকে ' সন্মাননা' প্রদান করায় পুলিশ সুপার মুক্তা ধরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অর্জন তাঁর সকল সহকর্মীদের জন্য উৎসর্গ করে আইনশৃঙ্খলা বিষয়ক সকল কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত