মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকের পানিতে ক্ষতিগ্রস্থ ১২০০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন, মাইনীমূখ ইউনিয়ন পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ সহোযোগিতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম ও মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল এর নেতৃত্বে দিনব্যাপি বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকার ঘুরে ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসকল ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আব্দুল মতিন, মোঃ ইদ্রিস আলী, মোঃ রুবেল,সুকৃতি চাকমা, ওসমান গনি, মহিলা সদস্য ফিরোজা বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ পরিবারের বাসায় বাসায় এবং আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে
ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল,আলু, পেঁয়াজ লবন,খাবার স্যালাইন এবং ঔষধ।
উল্লেখ্য যে, কয়েক দিন টানা বর্ষণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে মাইনীমূখ ইউনিয়ন ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এসব পরিবারগুলো বর্তমান মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও এসকল এলাকার গরু- ছাগল, মুরগীসহ পোষ্য প্রানীর খাদ্য সংকট বেড়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায় আমাদের ত্রানের চেয়েও পানি কমানো জরুরি হয়ে পড়েছে। আমরা সরকার সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দ্রুত পানি কমানো আহবান জানাই।