আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
"রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের করনীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে লাকসাম পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হেজবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নিজাম উদ্দীন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকৌশলী মো. রাকিব আল হাসান, হেজবুত তওহীদের লাকসাম উপজেলা সভাপতি মো. সুজন আলী, লালমাই উপজেলা সভাপতি আবু রায়হান, হাফেজ মাও. জসিম উদ্দিন শাকিল, মো.ওমর ফারুক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের দেশের রাজনৈতিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি। বিদেশীরা আমাদের গণতান্ত্রিক দেশে হস্তক্ষেপ করার কোন প্রয়োজন নেই। বর্তমান সরকারের শাসনামলে দেশ ভালো চলছে। বিদেশী মোড়লরা আমাদের দেশ নিয়ে এতো মাথা ঘামানোর প্রয়োজন নেই।
এ সময় বক্তারা বলেন, বিদেশী মোড়লরা আমাদের দেশে আমাদের নিজেদের মধ্যে অস্থিরতা তৈরি করে দিতে চায়। তারা কখনো আমাদের মঙ্গল চায়না। তাই আমাদের আরো সতর্ক থাকতে হবে। এজন্য হেজবুত তওহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত