হ্যাপী করিম (মহেশখালী)
বড় মহেশখালীতে মারকাজুল উলুম দারুচ্ছুন্নাহ ও হাফছা বিন্তে ওমর রা. বালিকা মাদ্রাসা'র সিনিয়র শিক্ষক মরহুম আলহাজ্ব আব্দুল্লাহ (প্রকাশ শুক্কুর স্যার) এর প্রথম কুলখানি সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২২ শে সেপ্টেম্বর বাদ জুম'আ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের খতমে কোরআন শেষে মরহুমের নিজ বাড়িতে এ কুলখানি সম্পন্ন হয়।
এ কুলখানিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লিগন, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, এতিম শিক্ষার্থীরা কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আব্দুল্লা'র পরিবারের আয়োজনে এ কুলখানির আয়োজন করা হয়।
কুলখানিতে মরহুম আলহাজ্ব আব্দুল্লাহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকাজুল উলুম দারুচ্ছুন্নাহ মাদ্রাসা'র ভাইস প্রিন্সিপাল মাওলানা শহিদুল্লাহ।
উল্লেখ্য- বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্ৰামের মধু'র বর বাড়ির মরহুম নাজির আলী'র চতুর্থ পুত্র মরহুম আলহাজ্ব আব্দুল্লাহ (প্রকাশ শুক্কুর স্যার) মৃত্যুর আগ মুহূর্তেও মারকাজুল উলুম দারুচ্ছুন্নাহ ও হাফছা বিন্তে ওমর রা. বালিকা মাদ্রাসা'য় শিক্ষকতা পেশায় দীর্ঘ ২২ বছর ধরে নিয়োজিত ছিলেন। গত ১৮ ই সেপ্টেম্বর সোমবার ডায়াবেটি জনিত কারণে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত একজন মানবিক মানুষ। একজন বরেণ্য শিক্ষক ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত