লকডাউন ঘোষণা করা ৭ জেলায় সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধে এ নির্দেশনা দেন বিআইডব্লিউটিএ।সোমবার বিআইডব্লিউটিএ’র উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: মিজানুর রহমান আরটিভি নিউজকে এ তথ্য জানান।তিনি বলেন, আরিচা ও মাওয়া ঘাটে চলাচলকারী সকল প্রকার লঞ্চ ও স্পিডবোটও বন্ধ থাকবে, শুধুমাত্র মালবাহী গাড়ি ফেরি পারাপার হতে পারবে।ঢাকা বা ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা কোন নৌযান এই সাত জেলার মধ্যে কোনো ঘাটে দাঁড়াতে পারবে না বলেও তিনি জানান।মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করেছে সরকার।আগামীকাল মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে সাত জেলায় ৩০ জুন পর্যন্ত এই বিধিনিষেধ (লকডাউন) কার্যকর থাকবে।সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ সাত জেলায় মালবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এর বাইরে আরও কোন জেলা যদি প্রয়োজন মনে করে, তাহলে জেলা প্রশাসন লকডাউন দিতে পারবে।