মোঃ আলমগীর হোসেন লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা দুর্গত এলাকায় সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ৬ নং মাইনীমুখ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশ্রায়ণ কেন্দ্রে ও নিজ নিজ বাড়ীতে পানি বন্দী মানুষের মাঝে লংগদু উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়ানীড়" এর উদ্যোগে, মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালে অর্থায়নে এবং ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া শেখ পাড়া এলাকায়, মাইনীমুখ আলিম মাদ্রাসা, মাইনীমূখ মডেল হাইস্কুল, আশ্রয়কেন্দ্র সহ প্রবল বর্ষনে ও পাহাড়ি পানি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে একবেলা দুপুরের খাবার(খিচুড়ি) বিতরণ করা হয়। ৬নং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন (কমল) এর সার্বিক তত্ত্বাবধানে খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালের আরএমও ডাঃ মোহাম্মদ আবু তালহা, মাইনীমুখ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার রাবিয়া বেগম, মাইনীমুখ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার, মোঃ ওসমান গণি, লংগদু স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন "ছায়ানীড়" এর পরিচালনা কমিটি সদস্য সচিব মোঃ রফিক, সদস্য জাহিদুর রহমান, খালিদ রেজাসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত