• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন 

লংগদুত কয়েক হাজার পরিবার পানি বন্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রান বিতরণ

মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ২৩৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

অতি বর্ষণে ও উজান বেয়ে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদের পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এঅবস্থায় লংগদু উপজেলার (কাপ্তাই হ্রদের অংশ) মাইনী খাল, সোনাই খাল, কাচালং নদী ও কাট্টলী বিলের অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার নিন্মাঞ্চল ডুবে গেছে। প্লাবিত হয়ে তলিয়ে গেছে উপজেলার পাঁচ হাজারোধিক ঘরবাড়ি।

মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল জানায়, প্রতিদিন বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। মাইনীমুখ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের অন্তত দেড় হাজার পরিবারের ঘর-বাড়ি পানিতে ডুবে গেছে। গো-চারণ ভূমি পানিতে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশু হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছে পানি বন্দি এসব পরিবারগুলো এছাড়ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

বেশ কয়েক দিনের বৃষ্টিপাতে কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়েছে। আর এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া, ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকা ও গুলশাখালী ইউনিয়নের ডিপুরমুখ এলাকা এবং লংগদু সদর ইউনিয়নের তিনটিলা, মাইনীমুখ এলাকার গাঁথাছড়া বড়কলোনি, এফ আইডিসি সহ বিভিন্ন এলাকার হাজারো পরিবার।

সুত্র জানায়,গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় লেকের পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ১০৮.২২ ফুট এমএসএল। এর আগে লেকের পানির উচ্চতা বেড়ে ১০৭.৫৪ ফুট এমএসএল হওয়ায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিলো কাপ্তাই বাঁধের ১৬টি গেইট।

বুধবার (২০ সেপ্টেম্বর), লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দি লোকজনদের শুকনো খাবার (ত্রাণ) বিতরণ শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, অতি বর্ষণে কাপ্তাই হ্রদের পানি স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় লংগদু উপজেলার নিন্মাঞ্চাল ডুবে কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়েছে । খবর পেয়ে আমরা তদন্ত করেছি। আজ থেকে কয়েকটি পানিবন্দি এলাকায় ও আশ্রয় কেন্দ্রে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছি।

লংগদু ইউএনও আরা জানায় উপজেলায় ১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রাথকিভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ মে.টন চাউল ও দুই লক্ষ টাকার শুকনো খাবার বরাদ্ধ করেছি। পানি বাহিত রোগের পাদুর্ভাব থেকে বাচতে ৩২ হাজার টেবলেট ও খাবার সেলাইন বরাদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ এসব ত্রাণ শীগ্রই বিতরণ শুরু করবেন। এছাড়া আরো বরাদ্ধের জন্য জেলা প্রশাসক ও এমপি মহোদয়কে জানিয়েছি। আজকের মধ্যেই বাঁধের গেইট পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্ণফুলি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

ত্রাণ বিতরণনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা, ইউপি সদস্য মোঃ রুবেল হোসেন, উছমান গণি, রাবিয়া আক্তার, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহম্মদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ