• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা

মোঃ আলমগীর হোসেন ,লংগদু (রাঙ্গামাটি) / ১৯৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ টায় লংগদু সেনা জোনের আয়োজনে জোনের অডিটোরিয়াম কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া (পিএসসি) বলেন লংগদু উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে। তবে সামনে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা হতে পারে তাই সকলকে সচেতন থাকতে হবে।

এছাড়া বর্তমানে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় হাজারও পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। এসব পানি বন্ধি মানুষের সাহায্যে এগিয়ে আসতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও প্রসাশনের প্রতি আহবান জানিয়ে। তিনি আরো বলেন পানি বন্ধি হওয়ার কারনে মানুষের রোগব্যাধি বেড়ে যেতে পারে এজন্য আমাদের মেডিকেল টিম সব সময় পাশে থাকবে। যেকোন তথ্য দিয়ে সাংবাদিক সহ সকলেক সহযোগিতা করার আহবান জানান জোন কমান্ডার।

এসময় লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, জোন উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ৩৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এস এম নাজিম উদ্দীন, আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম,

লংগদু থানার তদন্ত ওসি মোঃ জালাল উদ্দীন, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি মিডিয়া কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে লংগদু উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় পানি বন্ধি মানুষকে সহযোগিতা সহ নানিয়ারচর লংগদু রাস্তাটি স্থানীয় উদ্যোগে কার্যক্রম শুরু করা, এবং বিদ্যুৎ বিভাগের গাফলতি ও ট্রান্সমিটার বসাতে গ্রাহকের কাছ থেকে বাড়তি অর্থ আদায় সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও আইনে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ