মো হাবীব আজম; ব্যুরো প্রধান(রাঙ্গামাটি)
অদ্য ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর জোন এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় অত্র জোনের আওতাধীন বামফিল্যান্ড এলাকায় চলমান বর্ষা মৌসুমে বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির আওতায় নানিয়ারচর জোন কর্তৃক ২০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় জোন কমান্ডার, নানিয়ারচর জোন লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত