মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:
বান্দরবানের আলীকদমে লামা বন বিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে এই আগুনে লাগে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১টায় কোয়ার্টারটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কেন আগুন লেগেছে তা জানা যায়নি।
তবে স্থানীয়রা ধারণা করছেন, পরিত্যক্ত ওই ঘরে মাদক সেবিদের রাতে আনাগুনা ছিল। তাদের রেখে যাওয়া বিড়ি সিগারট সেবনের সরঞ্জামের আগুন থেকে অগ্নিকান্ড সুত্রপাত হতে পারে আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর সাথে কথা বলে জানা যায়, দিবাগত রাত ১ টার দিকে হঠাৎ মাতামুহুরী রেঞ্জের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে আগুন দেখতে পাই । আগুন লাগার খবর পাই সাথে সাথে ফায়ার সার্ভিস কে খবর দিই, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আলীকদম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, মাতামুহুরী রেঞ্জ অফিসের স্টাফ কোয়ার্টার ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিড়ি সিগারটের আগুন থেকে অগ্নিকান্ড হতে পারে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ৫-৬ লাখ টাকা।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত