শার্শায় মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে (২য় পর্যায়ে) জমি ও গৃহ প্রদানের শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে ২০ জুন শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ২য় পর্যায়ের উপহারভোগী ৫৩ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ -১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
এসময় আরো উপস্হিত ছিলেন আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, এসিল্যান্ড রাসনা শারমিন মিথী, শার্শা থানা ওসি বদরুল আলম খাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ২য় পর্যায়ে উপজেলার ৫৩ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। আরো উপস্হিত ছিলেন, আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত