আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ওএমএসের খাদ্যশষ্য সন্দেহ করে বাজারে সরবরাহকালে এক জীপ চাউল জনতা কর্তৃক পুলিশে সোর্পদ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মানিকছড়ি বাজারস্থ "রহমানিয়া অটো রাইচ মিলের" সামনে থেকে ওএমএস চাউল সন্দেহ করে জীপ ভর্তি (আনুমানিক ৫০ কেজি ওজনের ১০০ বস্তা)চাউল গাড়ী নম্বর ঢাকা -ঠ ১১-৩০৫৭ আটক করে স্থানীয় জনতা! পরে পুলিশকে খবর দিয়ে গাড়ীসহ জব্দ চাউল থানায় হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম জানান, স্থানীয় ব্যক্তিরা শনিবার সন্ধ্যায় ওএমএস চাউল সন্দেহ করে বাজারের একটি অটো রাইচ মিলের সামনে থেকে এক জীপ চাউল আটক করার খবর পেয়ে চাউলসহ জীপ গাড়ি থানায় আনা হয়েছে। এ সময় অটো রাইচ মিলের ম্যানাজার সুভাষ বড়ুয়াকে জিজ্ঞাবাদের জন্য আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত