মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের জেলার চকরিয়ায় একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের থানা রাস্তার মাথায় ম্যাক্স হাসপাতালের বিপরীতে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানার এসআই মো. সুজাউদ-দৌলা ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে বলে নবজাতকের একটি হাত ভাঙা ছিল।
মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত