আল আমিন রনি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা সনদ, ওয়ারিশন সনদ এবং বিদেশী পর্যটকদের অনুমতি সংক্রান্ত অনলাইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মৌজার হেডম্যান-কার্বারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, "নাগরিক সেবায় সময়, খরচ ও দর্শন কমানো সম্ভব হলে সেবার গুণগতমান বৃদ্ধি পাবে এবং সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানকারীর দেখা না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ কমে যাবে। "
তিনি আরো বলেন, "খাগড়াছড়ি জেলা প্রশাসন জনগণের নিকট উত্তম সেবা প্রদানের জন্য বদ্ধ পরিবার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্য জেলা প্রশাসনের উদ্বোধনী প্রয়াস অব্যাহত থাকবে।"
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত