সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি পাঙ্গাশ মাছ পঁচিশ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলে জামাল হোসেনের কাছ থেকে ১৭ কেজি ওজনের ওই পাঙ্গাশটি কিনে নিয়ে বিক্রি করেছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা। এদিকে এক পাঙ্গাশে ভাল দাম পেয়ে ওই জেলের মুখে হাসি ফুটেছে।
জেলে জামাল হোসন জানান, আজ বেলা ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেলেন তিনি ও তার সঙ্গীরা। পরে জাল গুটিয়ে দেখতে পান বিশাল আকারের একটি পাঙ্গাশ তার জালে ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে মাছটি তারা নৌকায় তোলেন। পরে বিক্রি করতে পাঙ্গাশটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান। এ সময় সেখানে ১৭ কেজি ওজন মেপে ১৪ শ টাকা কেজি দরে ওই পাঙ্গাশটি বিক্রি করেন জেলে জামাল হোসেন। তিনি আরো বলেন, ‘এক পাঙ্গাশ বিক্রিতে ভাল দাম পেয়ে আমি অনেক খুশি।’
এদিকে মাছ ব্যবসায়ী চাঁন্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর এমন পাঙ্গাশের প্রচুর চাহিদা রয়েছে। তাই জেলে জামালের কাছ থেকে ১৪ শ টাকা কেজি দরে মাছটি আমি কিনেছি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ওই পাঙ্গাশটি একজন সৌখিন মাছক্রেতার কাছে আমি পঁচিশ হাজার পাঁচ শ টাকায় বিক্রি করেছি। এতে আমার ১৭ শ টাকা লাভ হয়েছে।’ তবে, পদ্মা নদীর সকল প্রকার মাছের দাম অনেকটা বেশি বলে জানান মাছ ব্যবসায়ী চাঁন্দু।