বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীরছড়া এলাকায় বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালায় লামা উপজেলা প্রশাসন।
লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর খ ধারায় উপজেলার মোট চারটি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপজেলার ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ ব্রিকস্ এর প্রোপাইটর মোঃ নুরুল আমিনকে ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকস্ এর প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরী কে ৮০ হাজার টাকা, ফোর বিএম এর প্রোপাইটর মোঃ খায়ের উদ্দিন মাস্টার কে ১ লাখ টাকা এবং ওয়াই এমবি এর প্রোপাইটর শওকত ওসমান কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম আরো বলেন, ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন লামা এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপ তৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত